প্রকাশ : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
আপলোড : ১ এপ্রিল, ২০২০ ২২:১৩প্রিন্ট ভার্সন
২০০ পরিবারকে খাবার দিল সালমার সাফিয়া ফাউন্ডেশন
শোবিজ প্রতিবেদক
মানবিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার জায়গা থেকে গানের মানুষ সালমা ও তার ‘সাফিয়া ফাউন্ডেশন’ অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন। করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া শহরে অনেক দিনমজুর বেকার হয়ে পড়েছেন। কাজ না থাকায় দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন তারা। মঙ্গলবার এমন ২০০ মানুষকে খাদ্যসামগ্রী দিলেন কণ্ঠশিল্পী সালমা। সঙ্গে ছিলেন তার স্বামী সানাউল্লাহ নুরে সাগর। সালমা বলেন, আমাদের ‘সাফিয়া ফাউন্ডেশন’এর পক্ষে গত বছর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর আগে বেশকিছু বিদ্যালয়ে শিশুদের শিক্ষা উপকরণ খাতা, কলম, খেলার সরঞ্জামাদি বিতরণ করেছি। এবার করোনা পরিস্থিতিতে কিছু সাধারণ মানুষের সহযোগিতা করলাম। সেটা নিজেদের সাধ্যমতোই।